• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাতক্ষীরায় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৭:৫৯ পিএম

সাতক্ষীরায় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার গ্রামাঞ্চলে রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাত ১০টার পর বন্ধ দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা এবং তাস খেলার মতো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান সহকারী কমিশনার এস. এম. আকাশ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ রাখার এই উদ্যোগ গ্রামীণ জনগণকে তাদের পরিবারকে আরও বেশি সময় দিতে উৎসাহিত করবে, যা পারিবারিক সমস্যার সমাধানেও সহায়ক হবে। পাশাপাশি, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

নির্দেশনা কার্যকর করতে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী এবং জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য: সম্পত্তি-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান রোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, মানব পাচার প্রতিরোধ ও বাজার মনিটরিং এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা।

সভার আলোচনায় অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আর্কাইভ