প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৬:৩৪ পিএম
আগষ্ট গণঅভ্যূথানে শহিদ ছাত্র জাহিদ ও নিলয় স্মরণে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজে শহিদ জাহিদ-নিলয় ভলিবল টূর্নামেন্ট ও অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে প্রতিযোগিতার ২৬টি ইভেন্টের সমাপনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা।
সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল, শহিদ নিলয়ের বাবা আবুল কালাম, শহিদ জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম, এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. বেলাল হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর নুরুল আলম, ড. আব্দুল মজিদ ও পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া তার বক্তব্যে বলেন, সুস্থ শরীর ও মন জ্ঞান অর্জনের প্রধান হাতিয়ার। এজন্য শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক ও মোবাইল ফোন আসক্তি থেকে দূরে থাকতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মর্কাণ্ডের বিকল্প নেই।