• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৬:১৯ পিএম

অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধ পথে আসা প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মালামালসহ ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ভারতীয় ট্রাক চালক কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার মৃত ইয়াকুব রহমানের ছেলে ফিরোজ রহমান (৩৫)।

বিজিবি জানান, লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে সীমান্তের ৮৪২/১ এস নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে ভারতীয় মালামালসহ ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়। এ সময় তার কাজ থেকে উদ্ধার করেন, মদ ০১ বোতল, স্ক্রীন শাহীন ক্রিম- ৩৯০ পিচ, সিসা তেল ১৬ পিচ, পোকো মোবাইল ০১ টি, ভারতীয় সীম ০১ টি, ভারতীয় মুদ্রা ১১৯০ রুপি, সৌদি মুদ্রা ০৫ রিয়াল। আটককৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার ২৩৫ টাকা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিজিপির পক্ষ থেকে থানায় একটি মামলা দেয়া হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ