• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
নাজিরগঞ্জ ইউনিয়ন

দুপুর হলেও ভূমি অফিসে নেই কোন কর্মকর্তা ব্যাহত হচ্ছে ভূমি সেবা কার্যক্রম

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:১৯ পিএম

দুপুর হলেও ভূমি অফিসে নেই কোন কর্মকর্তা ব্যাহত হচ্ছে ভূমি সেবা কার্যক্রম

পাবনা প্রতিনিধি

দুপুর হলেও ভূমি অফিসে নেই কোন কর্মকর্তা ব্যাহত হচ্ছে ভূমি সেবা কার্যক্রম এমন ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার  নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এসময় ভূমি সেবা গ্রহীতাদের সাথে কথা বললে তারা জানান, সকাল দশটায় অফিস খুললেও এখনো কোন কর্মকর্তা-কর্মচারী আসেনি।

মানিক মোল্লা ও রবিউল ইসলাম বলেন সকাল ১০ টার সময় আমরা জমির খাজনা দিতে এসেছি এখন পর্যন্ত কোন কর্মকর্তা কর্মচারী আসেনি অফিসে।

তারা আরো বলেন এই ভূমি অফিসের যারা চাকরি করে তারা কোন কাজ করে না এতে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে। অথচ প্রতিমাসে বেতন ভাতা পাচ্ছে। এই ভোগান্তি থেকে মুক্তি চায় তারা ।  

নাজিরগঞ্জ ভূমি অফিসের নায়েব তাইনুল ইসলাম বলেন এসিল্যান্ড অফিসে একটু কাজের কারণে আসতে দেরি হয়েছে। তাছাড়া তিনি প্রতিদিনই নিয়মিত অফিস করেন। দেরিতে অফিস আসার বিষয়টি পুরোপুরি সঠিক নয়।

সুজানগরের সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ নায়েব সাহেবের আমার অফিসে এসেছিলেন। তবে  আগের দুই দিন কেন দেরি হয়েছে আমরা তার লিখিত জবাব চেয়েছি এবং সতর্ক করেছি । আগামীতে এই ধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। 

আর্কাইভ