প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০১:১৮ পিএম
পাবনা জেলা মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রমের কাভার্ড ভ্যান গাড়ি উদ্বোধন হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রমের কাভার্ড ভ্যান গাড়ি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. জামাল উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার আওতাধীন সকল হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোর মেডিকেল বর্জ্য প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নগর ভবন রাজশাহী সিটি কর্পোরেশনের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হবে।