• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ভারতের মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সভা

শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয় নাই- পিংকু

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:৪৩ পিএম

শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয় নাই- পিংকু

ফরিদপুর প্রতিনিধি

সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচার ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিগণ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির  ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন।

স্থানীয় যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু জানান, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া কোনমতেই ঠিক হয় নাই। সেখানে নিজেকে নিরাপদে  রেখে তিনি একের পর এক ষড়যন্ত্র করছেন। লাখো কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া হাসিনা এখন দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলতে উদ্যত হয়েছে। তার এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হবেনা। এদেশের হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে এককাতারে দাড়িয়ে তার এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির নেতা ননি গোপাল বিশ্বাস, চৌধুরী বাড়ি দূর্গা পূজা ও লোকনাথ মন্দিরের পুরোহিত যোগেশ ব্যানার্জি, যুবদল নেতা দেলোয়ার হোসেন দিদার, শাহরিয়ার হোসেন জুয়েল, মো: মোফাজ্জল শেখ প্রমুখ। 
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ