প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৯ পিএম
যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি ছেড়ে খেলার মাঠে ফেরাতে ফরিদপুরের গঙ্গাবর্দীতে দেশিয় খেলার আয়োজনের অংশ হিসেবে লাঠিখেলা ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
আয়োজকদের পক্ষে দেশীয় খেলার আয়োজন কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান জানান, দেশীয় খেলার অংশ হিসেবে চারটি গ্রুপের অংশগ্রহণে দুপুর থেকে লাঠিবাড়ি খেলা শুরু হয়। বিকালে ৮ দলীয় চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পক্ষকালব্যাপী টুর্নামেন্টের আয়োজনে চূড়ান্ত খেলায় আরবি মটরস একাদশ ২-০ এর ব্যবধানে শ্যামসুন্দরপুর সেভেন স্টার একাদশকে হারিয়ে জয়লাভ করে।
আশেপাশের বিভিন্ন গ্রামের গ্রামের কয়েক হাজার নারী পুরুষ ও শিশু কিশোর এ আয়োজন উপভোগ করেন।
আয়োজক ও অতিথিরা মনে করেন, গ্রামগঞ্জে দেশীয় নানা খেলার আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে খেলার মাঠে ফিরিয়ে আনা সম্ভব। তাই আগামীতে বেশি বেশি এ ধরনের আয়োজন করার আহ্বান জানানো হয়।
শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে কলস ও টেলিভিশন পুরস্কার হিসেবে বিতরণ করেন অতিথিরা।
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি বিএনপি`র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমূখ উপস্থিত ছিলেন।