প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:১৯ পিএম
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের এক্সকেভেটর পোড়ানো সহ সকল ধরনের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের গুদাম বাজার এলাকার মুজিবিয়া আলিম মাদরাসার সামনে মানববন্ধনে ক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট একটা গোষ্ঠী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। ছোট খাটো প্রতিষ্ঠান থেকে সড়কে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে থাকে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এরমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় একটি স্কেভেটরে আগুন দেয়। এরই প্রতিবাদে ইউনিয়নের ফাজিলপুর, বটতলতি, আরবিহাট সড়কের গুদাম বাজার এলাকার মুজিবিয়া মাদরাসার সামনে মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন আল আমিন মার্কেট মহিলা দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা ফজলুল হক, নূরানী মাদরাসা শিক্ষক হাফেজ মনির আহমদ, স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব রাফি, ছাত্র প্রতিনিধি মেহ