• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৮:২৯ এএম

ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত

ঝালকাঠি প্রতিনিধি

অগ্রহায়নের শেষে দক্ষিণের জনপদ ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শরীরে পরতের পর পরত ভারী পোশাক জড়িয়েও শীতে কাবু হয়ে পড়ছেন মানুষজন।

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। তাই নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পরেছে।

গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। তবে খেটেখাওয়া মানুষেরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি-রুজির তাগিদে।

ট্রলার চালক লুৎফর রহমান জানান, শীত আর বর্ষা বলতে কোনো কথা নেই। চারজনের সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে প্রতিদিন কাজের সন্ধানে নামতে হয়। বিগত বছরগুলোর তুলনায় এবার শীত বেশি, সঙ্গে কনকনে বাতাস। 

আর্কাইভ