প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৫:৫৭ পিএম
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর শত্রুমুক্ত হয় নীলফামারী। নীলফামারী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ।
বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার।
এরআগে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।
প্রসঙ্গত ১৯৭১সালের ১৩ডিসেম্বর নীলফামারীকে হানাদার মুক্ত করেন বীর মুুক্তিযোদ্ধারা। এদিন জেলা শহরের চৌরঙ্গি মোড়ে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।