• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি: জামায়াত আমির

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:২৩ পিএম

আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি: জামায়াত আমির

সিলেট ব্যুরো

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি। তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠের কর্মী সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্য জামায়াতের আমির বলেন, দেশের মানুষের ওপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসাথে বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও তাদের দোসররা।

এসময় শফিকুর রহমান আরও বলেন, আগামীতে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়। যেখানে দুর্নীতি-অনিয়ম বা ঘুষ থাকবে না।

আর্কাইভ