• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাবনায় ৬ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:০০ পিএম

পাবনায় ৬ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাবনা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও অসহায়  ৬ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পাবনার পানির ট্যাংক এলাকার পুকুর পাড়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর এলাকার ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে জানিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম ছোট, জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী বনি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সহ সাংগঠনিক নাদিম হায়দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর রকিবুল ইসলাম কমল প্রমুখ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ