• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ভিআইপি সিক্রেট গ্রুপের ৫ সদস্য আটক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:২০ পিএম

চট্টগ্রামে ভিআইপি সিক্রেট গ্রুপের ৫ সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো

নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকা থেকে সংঘবদ্ধ ভিআইপি সিক্রেট গ্রুপ ( ফেইসবুক গ্রুপের) ৫ সক্রিয় সদস্য কে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

১১ই নভেম্বর রাত দুইটার দিকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন তানজিল আক্তার( ২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আক্তার (৩৬), সাদেক হোসেন বাপ্পী (২২), মেহেদী হাসান প্রান্ত (১৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ জানান গত ৬ ই নভেম্বর একজন চাপাতা ব্যবসায়ীর সাথে ভিআইপি সার্ভিস গ্রুপের নাভিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। সেই সুবাদে উক্ত ব্যবসায়ীকে বাসায় নিয়ে যায় হ্যাপি। বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে অপরাপর (আটককৃতরা) মিলে উক্ত ব্যবসায়ীকে জিম্মি করে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে  মোবাইল ফোন এবং নগদ ১৮ হাজার টাকা পকেট থেকে নিয়ে কিছু আপত্তিকর ছবি তুলে বাকী টাকা এনে দেওয়ার জন্য ছেড়ে দেয়।

পরবর্তীতে চক্রটি বাকী টাকার জন্য চা-পাতা ব্যবসায়ীকে ফোনে চাপ প্রয়োগ করলে থানা পুলিশের আশ্রয় নেয় উক্ত ব্যবসায়ী। পরবর্তীতে বাদীর দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রটি আটক করা হয়। ওসি আরো জানান চক্রটির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

আর্কাইভ