• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মোংলায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৯:৫২ পিএম

মোংলায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে মোংলা পৌর কৃষকদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের চৌধুরীর মোড়ের অস্থায়ী  কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে কৃষকদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষকদল প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মোংলা পৌর জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু‍‍`র সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা ইমান হোসেন রিপন,  পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল মতিন,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন  টুটুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, মোঃ মোহন উদ্দিন,পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক  মানিক তালুকদার, যুবদল নেতা জিয়াউল ইসলাম হিরণ, শরিফুল ইসলাম মিঠু, এ কে শামিম, রাহাত হোসেন মুন্না, রাজ বাপ্পা, গিয়াস উদ্দিন, নাজমুল হোসেন, ছাত্রদলের সাবেক পৌর আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম, ছাত্রনেতা বেল্লাল হোসেন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ