প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:০৫ পিএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে কম্পিউটার সাপোর্ট সংক্রান্ত কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তাদের তিনদিনব্যাপী ‘ওয়ার্কশপ অন বেসিক কম্পিউটার ফর অফিসিয়াল কম্পিউটার সাপোর্ট (ব্যাচ-২)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, `শেখার ইচ্ছা থেকে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে। রাষ্ট্র টাকা দিচ্ছে, ট্রেইনার সময় দিচ্ছে, দিন শেষে আপনি কি শিখলেন তা মূল্যায়ন নিজেকেও করতে হবে। নিজের মধ্যে আত্ম উপলদ্ধি আসতে হবে আমি দেশ থেকে নিচ্ছি, দেশকে কী দিচ্ছি? পেশাগত দক্ষতাবৃদ্ধির কোন বিকল্প নাই।`
তিনি বলেন, `দক্ষ পেশাজীবী নিজের ও দেশের সম্পদ। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান-দক্ষতা ভবিষ্যত পেশাগত কাজের উপর ব্যাপক প্রভাব ফেলে। সেজন্য প্রশিক্ষণ শেষে কতটুকু উন্নতি হলে তা আয়োজক ও অংশগ্রহণকারী দুইদিক থেকেই মূল্যায়ন করা দরকার। দক্ষতা বৃদ্ধি পেলে সেবার মানও বৃদ্ধি পাবে।`
ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে তিনদিব্যাপী কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. আশফাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর আলম। আগামী শুক্রবার কর্মশালা শেষ হবে।