প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৩৫ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার ( ১১ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার ও সাবেক চেয়ারম্যান মুক্তার সাহেব মিয়ার সমর্থকের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রায় ২০টির অধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে আহত হয় অন্তত দশজন।
নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।