• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর লুটপাট

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৩৫ পিএম

ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর লুটপাট

ফরিদপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার ( ১১ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার ও সাবেক চেয়ারম্যান মুক্তার সাহেব মিয়ার সমর্থকের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রায় ২০টির অধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে আহত হয় অন্তত দশজন।

নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ