• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:২২ পিএম

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন নৌযান চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কক্সবজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে সেন্টমার্টিনে।  

শেখ এহসান উদ্দীন জানান, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছিল সীমান্ত এলাকার জেলেদের মাঝে। এ অবস্থায় স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

সম্প্রতি মংডুতে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আরাকান আর্মি অকারণে নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যায়।
 

আর্কাইভ