• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাবনায় পূবালী ব্যাংক পিএলসি‍‍`র উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৩০ পিএম

পাবনায় পূবালী ব্যাংক পিএলসি‍‍`র উদ্যোগে বৃক্ষরোপণ

পাবনা প্রতিনিধি

পাবনায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি প্রধান শাখা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনের পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী করা হয়। পরে অনুষ্ঠিত হয়  আলোচনা সভা।

আলোচনা সভায় পূবালী ব্যাংক পিএলসি পাবনা শাখার প্রধান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলাম, অনুষ্ঠানের সমন্বয়ক প্রফেসর মো. বেলাল হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

পরে ফিতা কেটে ও কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দরা।

এছাড়াও কর্মসূচীর আওতায় সরকারি বুলবুল কলেজ, পাবনা ডায়াবেটিক সমিতি হাসপাতাল, আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল গালর্স স্কুল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

আর্কাইভ