প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:১৬ পিএম
বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নগরের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ `এস আল হাউস` এর সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা।
এদিকে ওই কর্মসূচিতে অবস্থান নিয়েও ব্যাংকটির অনেক কর্মকর্তাকে ক্যামেরা থেকে নিজেদের আড়াল করতে দেখা গেছে। তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান নিয়েছেন এখানে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা বলেন, ‘ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। আর বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা। যদি বিনিয়োগের টাকা সময়মতো আদায় করতে না পারি, তাহলে যারা ডিপোজিট করেছে তাদের টাকা সময়মতো ফেরত দিতে পারি না। ফলে আমাদের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।তিনি বলেন, ‘এটা এখন জাতীয় সংকট। সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহকসংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।’
বিনোয়োগের সময় যাচাই-বাছাই ছাড়া বিনিয়োগ করা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি অনুকূলে না থাকায় তখন যাচাই করে বিনিয়োগ করা সম্ভব হয়নি। ম্যানেজার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করার সুযোগ ছিলো না।’
আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ‘ব্যাংক তো ডিপোজিট এবং বিনিয়োগের কাজ করে। আমাদের ডিপোজিটের একটা বড় অংশ আমরা বিনিয়োগ করে ফেলেছি। আমাদের এক্স চেয়ারম্যান স্যারের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের একটা বড় বিনিয়োগ আছে। সেটা আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।জানা গেছে, পুরো বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয় ৩৫ হাজার কোটি টাকা।