• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:০৫ পিএম

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবনা প্রতিনিধি

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেষে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক  মফিজুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজিজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।

আর্কাইভ