• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় ১০ দিনব্যাপী বিসিক বিজয় মেলার উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৪৬ পিএম

পাবনায় ১০ দিনব্যাপী বিসিক বিজয় মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কার্যালয়ের আয়োজনে পাবনায় ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।

বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: শামীম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আলম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মালিক সমিতির সভাপতি ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আফজাল হোসেন রাজা।

মেলা উদ্বোধন পরবর্তীতে অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। উদ্যোক্তাদের ব্যবসার বর্তমান অবস্থা, বিনিয়োগের পরিমাণ, লভ্যাংশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।

এবারের মেলায় ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডসপণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

মেলা ০৯ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন মেলায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক হবে।

আর্কাইভ