• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফরিদপুরে বাস-কনস্ট্রাকশন মিক্সার গাড়ি সংঘর্ষে হেলপারের মৃত্যু, আহত ১৫

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:০১ পিএম

ফরিদপুরে বাস-কনস্ট্রাকশন মিক্সার গাড়ি সংঘর্ষে হেলপারের মৃত্যু, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ভূয়ারকান্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বাস ও কনস্ট্রাকশন মিক্সার গাড়ি মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে কালীগঞ্জগামী গোল্ডেন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৮৩৫৯) এবং মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কনস্ট্রাকশন মিক্সার গাড়ি (ঢাকা মেট্রো শ-১১-৩৯২৫) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে গোল্ডেন পরিবহনের হেলপার মো. মিলন শেখ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। নিহত মিলন শেখের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা।

এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত হেলপারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনাস্থলে রেকার দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
 

আর্কাইভ