প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:৫৮ পিএম
কক্সবাজারের উপজেলা ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসানের সভাপতিত্বে ঈদগাঁও জাহানারা বালিকা বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দিন,জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ডা. তৃণা সাহা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইলিয়াছ, ছাত্র প্রতিনিধি হাবিব হাসান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও জাহানারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। বক্তারা বলেন,সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে।এখান থেকে পরিত্রাণের উপায় বের করা শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব না।
সরকারের প্রতিটি সেক্টরে এখনও দুর্নীতি প্রতিয়মান। এটা নির্মুল করতে হলে সেবা দাতা এবং গ্রহীতা দুপক্ষকেই সচেতন হতে হবে। ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন,দেশ দুর্নীতিমুক্ত করতে হলে পারিবারিক শিক্ষা,সামাজিক শিক্ষা ও প্রাতিষ্টানিক শিক্ষা গ্রহণ করতে হবে।
সমাজের পাশাপাশি শিক্ষা প্রতিষ্টানেও শিক্ষক-শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করতে হবে। ইউএনও বিমল চাকমা বলেন, সরকারি ফি ব্যাতিত উপজেলায় কোন কর্মকর্তা যদি সেবা দিতে গিয়ে অতিরিক্ত কোন ফি দাবি করেন তাহলে আমাকে জানাবেন। এছাড়া আমিও যদি কোন দুর্নীতির আশ্রয় নিই তাহলে আপনারা সেই ব্যাপারটাও তুলে ধরবেন।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিনি বলেন,নারী জাগরণের অগ্রদুত হিসেবে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসতে হবে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষার্থী,ছাত্র প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নারী দিবসে শিক্ষায় জয়িতা পুরস্কার লাভ করেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবরিনা শারমিন।