• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাবনায় শিক্ষার্থী শিমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০২:৩৮ পিএম

পাবনায় শিক্ষার্থী শিমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাবনা প্রতিনিধি

পাবনায় ওয়াজ মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিক্ষার্থী শিমুল মালিথা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে জিলা স্কুলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জিলা স্কুলের ২০২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী শিমুল মালিথার মর্মান্তিক হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন ।

তারা আরো বলেন, গত শুক্রবার রাতে ওয়াজ মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মেধাবী শিক্ষার্থীকে খুন করা হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যার ঘটনার সাথে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তার কোন পদক্ষেপ নিচ্ছেন না এর তীব্র ও নিন্দা জানাই।

দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য; গত শুক্রবার ( ০৬ ডিসেম্বর ) পাবনা সদর উপজেলার চর-ঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। 

আর্কাইভ