• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় এডহক কমিটি নিয়ে বিএনপির দুইগ্রুপের দ্বন্দ্ব, কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ-মারধর!

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪৪ এএম

পাবনায় এডহক কমিটি নিয়ে বিএনপির দুইগ্রুপের দ্বন্দ্ব, কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ-মারধর!

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আসগর আলী (এনএ) কলেজে ম্যানেজিং কমিটির এডহক কমিটি নিয়ে বিএনপির দুইগ্রুপের দ্বন্দ্বের জেরে কলেজ অধ্যক্ষ আলমগীর হোসাইকে কার্যালয়ে অবরুদ্ধ করে ব্যাপক মারধর, লাঞ্চিত, কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে সুজানগর নিজাম উদ্দিন আসগর আলী  ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুজানগর নিজাম উদ্দিন আসগর আলী ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির কয়েকটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরের দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুজানগর -২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব গ্রুপের অনুসারী সুজানগর উপজেলা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডলের নেতৃত্বে বিএনপি ও যুবদল  ক্যাডাররা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে সেলিম রেজা হাবিবকে আহবায়ক প্রস্তাব না করে পাঠানোয় হত্যাসহ নানা হুমকি দেন অধ্যক্ষ আলমগীর হোসাইনকে। অধ্যক্ষ তাদেরকে বলে যে আপনারা সব গ্রুপ আগে মিল হয়ে আসেন।   তাতে সবার জন্য ভালো হবে। কিন্তু অধ্যক্ষের কথা না শুনে তাকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়। এসসয় কার্যালয়ে ব্যাপক লুটপাট, ভাঙচুর ও লাঞ্চিত করা হয়।

এসময় অধ্যক্ষের ছেলে সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ উদ্ধার করতে গেলে রুমের সামনে পুলিশের ফোর্সকে দাঁড় করিয়ে  সিসি ক্যামেরার ফুটজ জোরপূর্বক ডিলেট করানো হয়। এরপর পুলিশ গিয়ে উদ্ধার করে।

আরও জানা গেছে, সুজাগরের নিজাম উদ্দিন আসগর আলী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে স্থান পেতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এই আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসাইনসহ বেশ কয়েকটি গ্রুপ জোর তদবির করে। মাঝেমধ্যেই কলেজের এসে হুমকি-ধামকি দিয়ে যেত। এই কলেজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আসগর আলীর ছেলে শহীদুর রহমানকে এডহক কমিটির আহবায়ক দিতে বিএনপির সব গ্রুপ একমত হলেও সেলিম রেজা হাবিবের গ্রুপ মানতে নারাজ ছিল।

কয়েকদিন আগেই কলেজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিনের ছেলে শহিদুর রহমানের নাম প্রস্তাব করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেন অধ্যক্ষ। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ আলমগীর হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ছেলে ফোন রিসিভ করে বলেন, আজকে কলেজে বাবার সঙ্গে যা ঘটেছে সবাই জানে। আমরা আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। বাবা বর্তমান বিশ্রাম নিচ্ছেন। ওনি কথা বলতে পারবেন না। তারপরও বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাই মিডিয়ায় বিষয়টি বলতে চাচ্ছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সুজানগরে কলেকের এডহকট কমিটির আহবায়ক সেলিম রেজা হাবিবকে প্রস্তাব না পাঠানোয় তার লোকজন গিয়ে অধ্যক্ষে আচ্ছামত সন্ত্রাসীরা মারধর ও লাঞ্চিত করে। মেরে ফেলানোর হুমকি দেয়। এ সময় কার্যালয় ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সেলিম রেজা হাবিবের ওই সব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে যোগাযোগ করতে করা হলে অভিযুক্ত সুজানগর উপজেলা যুবলের সভাপতি রিয়াজ মন্ডল বলেন, আসলে সুজানগরের সর্বস্তরের লোকজনের চাওয়া এখানকার সভাপতি সেলিম রেজা হাবিব হবেন। কিন্তু উনাকে না দিয়ে অধ্যক্ষের ইচ্ছেমত লোকের নাম প্রস্তাব করে পাঠিয়ে দিয়েছে।  

বিএনপির সেলমি রেজা হাবিব গ্রুপ, মোল্লা তুহিন গ্রুপ, সাজ্জাদ গ্রুপ ও জামায়াত ইসলামী সবাই নিজেদের লোক চেয়েছিল। এটা নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে সব গ্রুপের দ্বন্দ্ব নিরসন করে একজনের নাম প্রস্তাব পাঠানোর কথা থাকলেও অধ্যক্ষ এটা করেননি। সেটা নিয়ে আজকে একটু বিতর্ক হয়েছিল।

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, দেশ এখন স্বাধীন হয়েছে। লোকের অভাব নেই। কে কার লোক বলা মুশকিল। আমরাই এখন কোনঠাসা হয়ে গেছি। প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে তারা আমাদের নিয়ে খেলতেছে। আমার কোন কথাই শুনছে না। যারা অধ্যক্ষকে মারধর করেছে তারা আপনার লোক কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে তারা তো যুবদল করে এখানে আমার অস্বীকার করার কিছু নেই। বর্তমান জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র, ইসলামী আন্দোলন ও বিএনপির কয়কটি গ্রুপই কলেজের সভাপতি হওয়ার দাবি করছে।তবে আমরাই এখন অসহায় বলে দাবি করেন তিনি।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সুজানগর এনএ কলেজে এডহক কমিটি নিয়ে বিএনপির লোকজনের সঙ্গে কলেজ অধ্যক্ষের ঝামেলা হচ্ছে এমন সংবাদে সেখানে আমরা যাই। সেখানে গিয়ে দেখি অধ্যক্ষসহ বিএনপির কয়েকটি গ্রুপ বসে আছে দেখলাম। অধ্যক্ষকে অবরুদ্ধ রাখার বিষয়টি এড়িয়ে যান ওসি। তিনি বলেন এ বিষয়ে অধ্যক্ষ সাহেবই ভালো বলতে পারবেন। কবে সিসি ক্যামেরার ফুটেজ ডিলেট করছে কেন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

আর্কাইভ