• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় পত্রিকা পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষোভ

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪১ এএম

সাতক্ষীরায় পত্রিকা পোড়ানোর ঘটনায়  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে দৈনিক সাতনদী পত্রিকা আগুনে পুড়িয়ে ফেলাসহ সাংবাদিকের উদ্দেশ্যে প্রকাশ্য সভায় হুমকি প্রদানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাতনদী’র ঢাকাস্থ বিশেষ প্রতিনিধির মাধ্যমে পত্রিকা পোড়ানোর ছবি এবং প্রকাশ্য সভায় সাংবাদিককে হুমকি দেয়া সংক্রান্ত ভিডিওচিত্র দেখে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যে মুহূর্তে বিএনপি হুমকিগ্রস্থ গণমাধ্যমের পাশে এসে রক্ষাকবচের ভূমিকায় দাঁড়িয়েছে সেই মুহূর্তে বিএনপির প্রকৃত নেতা কর্মিদের দ্বারা কোনো পত্রিকা হুমকির মুখে পড়তে পারে না। যেসব সম্পাদক, সাংবাদিক আওয়ামীলীগের পক্ষে দালালিতে ব্যস্ত ছিলেন তারা নিজেরাই গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। তাদের ব্যাপারেও বিএনপি প্রতিশোধমূলক ভূমিকা নেয়নি, নিবেও না।

তিনি বলেন, বিএনপি বরাবরই মুক্ত মত প্রকাশের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম ও সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখাসহ সাংবাদিকতার নীতিমালা প্রতিপালনের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে দৈনিক সাতনদী পত্রিকা আগুনে পুড়িয়ে ফেলাসহ প্রকাশ্য পথসভায় সংশ্লিষ্ট সাংবাদিককে খুঁজে বের করে শায়েস্তা করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় গোটা জেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। উস্কানিমূলক ঘটনায় বিএনপির ত্রাগী নেতা কর্মিরাও বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ