প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:৩৫ পিএম
নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মুল্যে সার বিক্রির অভিযোগে জেলার ডোমারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দুই সারের দোকানে একলক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার ডিলার রব্বুকে একলক্ষ টাকা ও বেলালের সারের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম এই জরিমানার আদেশ প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার রফিকুল আলম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত তিন সপ্তাহ থেকে জেলার ডোমারে অতিরিক্ত মুল্যে বিক্রি হচ্ছে সার ও বীজ। টাকা দিয়েও কৃষকরা পাচ্ছেনা প্রয়োজনীয় সার। এদিকে প্রতিদিনেই বাড়ছে ভুট্টা বীজের দাম।
চাষের এই ভরা মৌসুমে সার ও বীজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। অতিরিক্ত দামে সারও বীজ বিক্রির খবর পেয়ে রবিবার বিকালে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে মুহুর্ত্তেই বন্ধ হয়ে যায় শহরের প্রায় সকল সারও বীজের দোকানপাট। দোকানে গিয়ে দোকান বন্ধ পেয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল আলম ফোনে দোকানের মালিককে দোকানে আসতে বললেও তারা দোকানে আসেনি।
এদিকে ভ্রাম্যমান অভিযানের খবর পেয়ে কৃষকরা ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের কাছে গিয়ে সারের দোকানদারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে শহরের সারের ডিলার রব্বুর লাইসেন্স বাতিলের দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের আশ্বস্ত করে বলেন। এই মাত্র তাকে এক লক্ষটাকা জরিমানা করা হলো। এরপরও তার বিরুদ্ধে অভিযোগ পেলে তার লাইসেন্স বাতিল করা হবে।