• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:৩১ পিএম

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে শীতার্তদের মাঝে কম্বল উপহার দিলেন প্রবাসী শিক্ষাবিদ হাসান সানজারি জুয়েল এবং ব্যাংকার আল মামুনুর রশিদ মিঠু।

রোববার বিকেল পাঁচটায় পরমহল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অতিথি ছিলেন ব্যাংকার আল মামুনুর রশিদ মিঠু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হোসেন খলিফা, ইউপি সদস্য রেজাউল ইসলাম তালুকদার টিটু।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর শীতবস্ত্র উপহারসহ অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদান করে আসছেন বলে জানিয়েছেন আয়োজক ব্যাংকার আল মামুনুর রশিদ মিঠু।

আর্কাইভ