• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পিরোজপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৩

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:২৭ পিএম

পিরোজপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৩

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।

গ্রেফতারকৃতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি চাকুরিচ্যুত মো. শেখ ফরিদ (৩২) এবং ঝিনাইদহ জেলার মো. শিপন আলী সোহেল (৩৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে র‍্যাবের জ্যাকেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, ব্যাটেল স্টিক, র‍্যাব আইডি কার্ড এবং পুলিশের ট্রাউজারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবির চৌকস টিম ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ভান্ডারিয়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় একটি মাইক্রোবাস, দুটি এক্সট্রা নাম্বারপ্লেট এবং চোখ বাঁধার কাপড়ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১১টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের মূলহোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

আর্কাইভ