• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ সুযোগ পেলে ভারতের কাছে দেশ স্থায়ীভাবে লিখে দেবে : হারুন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৯:৪৮ পিএম

আওয়ামী লীগ সুযোগ পেলে ভারতের কাছে দেশ স্থায়ীভাবে লিখে দেবে : হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ আবারও রাজনীতি করার অধিকার পেলে তারা দেশকে ভারতের কাছে স্থায়ীভাবে লিখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ হচ্ছে দেশদ্রোহী দল। এরা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, মানুষের শত্রু। এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার দেয়া হবে না। তা না হলে তারা ভারতের কাছে এবার স্থায়ীভাবে দেশকে লিখে দেবে। তাই যুব সমাজকে আরও বেশি সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসবে বিএনপি। কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসে তাই ষড়যন্ত্র হচ্ছে। আমরা এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শেখ হাসিনা ভারতে বসে থেকে চক্রান্ত করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।

ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাসবাস আছে। একজন মানুষও বলতে পারবে না, গত ৫ আগস্টের পর কারও ওপর কোনো আক্রমণ হয়েছে। তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য, চলাফেরা, লেখাপড়া করছে। অথচ ভারত থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর যুব সংঘ ও পাঠাগার স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মহারাজপুর ব্ল্যাক রোজ ফুটবল দল। তারা লক্ষ্মীপুর যুব সংঘ ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লক্ষ্মীপুর যুব সংঘ ও পাঠাগারের সভাপতি মো. সাদরুল ইসলাম সানি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. এমদাদুল হক, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম। টুর্নামেন্টে ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আর্কাইভ