• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আওয়ামীলীগকে বিএনপির সঙ্গে মিশতে হলে যে নিয়ম মানতে বললেন শামা ওবায়েদ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০১:৪৯ পিএম

আওয়ামীলীগকে বিএনপির সঙ্গে মিশতে হলে যে নিয়ম মানতে বললেন শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামীলীগকে বিএনপিতে মিশতে হলে রাতের আঁধারে আসলে হবে না বরং দিনের আলোয় অফিসিয়াল নিয়মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা মেনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে বিএনপিতে আসতে হবে।

শুক্রবার ( ৬ ডিসেম্বর)  সন্ধায় ফরিদপুরের নগরকান্দার ডাংগীতে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক করে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই, দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মেলামেশা করতেও বারণ করেন শামা ওবায়েদ।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ