• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেবীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০১:০১ পিএম

দেবীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফল করার লক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় দেবীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ  ও সহযোগী সংগঠন এ প্রস্তুতি সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

প্রস্তুতি সভায় ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৬ বছরের স্বৈরাচারী-ফ‍্যাসিস্ট এর বিদায়ের পর এখন দুনীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই।

আর্কাইভ