• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ভোক্তাস্বার্থে গুরুত্বপূর্ণ সুপারিশ ও দাবি উত্থাপন

নড়াইলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:৩১ পিএম

নড়াইলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ‘বাজার পরিস্থিতি ও নিরপাদ খাদ্য’ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাব জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ক্যাব’র জেলা সভাপতি ম ম শফিউর রহমান শফিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভা পরিচালনা ও ধারণাপত্র তুলে ধরেন ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

এছাড়া আলোচক ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আদ্দা আন সিনা, অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু, আজিজুর রহমান, নারী সংগঠক ও উদ্যোক্তা কোহিনুর আক্তার, শিক্ষিকা সুলতানা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক রাফায়েতুল হক তমালসহ অনেকে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলাব্যাপী বাজার তাদরকি চলমান থাকবে। প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান স্বাভাবিক রাখতে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। এছাড়া তৃণমূলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে। এক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া দ্রব্যমূল্যের সমন্বয়হীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সুপারিশ উঠে আসে মতবিনিময় সভায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-নড়াইল শহরের মধ্যেই একই পণ্যের দাম একেক বাজারে ভিন্নরকম কেন ? বাজারগুলোতে যেসব পশু জবাই হয়, সেসব সুস্থ সবল ও স্বাস্থ্যসম্মত কিনা, তা তদারকি করা। ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদন্ডের ব্যবস্থা। বাজার অস্থিতিশীল করে সরকারের ভাবমূর্তি নষ্টকারী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।  নিরাপদ খাবার পেতে আইন কঠোর ভাবে প্রয়োগ করা। এছাড়া টিসিবি কার্ড সুষ্ঠু ভাবে বণ্টন নিশ্চিত করাসহ বিভিন্ন সুপারিশ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ