• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপি অফিস ভাঙচুর মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ শাহজাহান ওমর

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:১২ পিএম

বিএনপি অফিস ভাঙচুর মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাংচুরের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমরসহ ৫জনকে দৃশ্যত গ্রেফতার দেখানো হয়েছে। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের বিচারক মিরুজুল ইসলাম রাসেল তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্যারিষ্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামীদের প্রিজন ভ্যানে করে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। মামলার অন্য আসামীদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো রাসেল ও তাওহীদকে এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমন হাজির করা হয়।  

২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুরের বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় ব্যারিষ্টার শাহজাহান ওমর গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এর আগে ২১ নভেম্বর সকালে ব্যারিষ্টার এম শাহাজাহন ওমরের গাড়ি ভাংচুরের ঘটনায় তিনি রাজাপুর থানায় মামলা দায়ের করতে যান। দুপুরে কাঠালিয়া বিএনপি অফিসে হামলা মারধরের ঘটনায় শাহাজাহান ওমরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

মামলার তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামল, ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিষ্টার শাহজাহান ওমরসহ ৫৩জনকে নামধারী ও অজ্ঞাত ১৫০জনকে  আসামী করে চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।  

আসামী পক্ষের আইনজীবি আ্যডভোকেট নাসির উদ্দীন কবির বলেন, রাজাপুরের একটি বিষ্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেফতারের আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি ঘটনার দিন ব্যারিষ্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ