• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৪২ পিএম

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) সন্ধ্যায় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ও উত্তর মহানগর মহিলা দলের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে।

প্রতিবাদ মিছিল টি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা বিএনপির উদ্যোগে বিকেলে আরেকটি মিছিল বের হয়। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন।

বক্তারা জানান, শেখ হাসিনার সরকার ভারত কে হাত করে এদেশে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করেছে। ৫ আগস্টে হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশ কে অশান্ত করতে নানা চক্রান্ত করে যাচ্ছে।

এসময় ভারত বিরোধী নানা স্লোগান সহকারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল।
 

আর্কাইভ