• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ইন্দুরকানির একটি গ্রাম থেকে সাতটি হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১০:২৯ এএম

ইন্দুরকানির একটি গ্রাম থেকে সাতটি হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে

পিরোজপুর প্রতিনিধি

লুটপাট ও প্রাণনাশের ভয়ে পিরোজপুেরর ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের একটি পাড়া থেকে সাতটি হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে চলে গেছে। গত ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে  ৬ আগস্ট দুটি এবং কত এক সপ্তাহ আগে  আরো পাঁচটি পরিবার  এলাকা ছেড়ে চলে যায়।  ওই গ্রামের কচা নদী সংলগ্ন একটি পাড়ায় মোট আটটি হিন্দু পরিবার বসবাস করত।   বর্তমানে গৌতম নামে এক সংখ্যালঘু ব্যক্তি সেখানে রয়েছেন। তিনিও শীঘ্রই  এলাকা ছেড়ে চলে যাবেন বলে জানা গেছে।

অরুণ, বীরেন, সুবোধ, পরিমল সরকার, হরলাল সরকার, পরিতোষ, লক্ষণ বালা ও জগদীশ এরা সবাই গরু, ছাগল,  হাঁস, মুরগি  ও  গুরুত্বপূর্ণ  মালামাল নিয়ে স্বপরিবারে এলাকা ছেড়ে চলে গেছেন।

গত পাঁচ আগস্ট রাতে পরিমল সরকার, হরলাল সরকার, ও লক্ষণ বালার বাড়িতে চাঁদা দাবি এবং লুটপাট চালায় স্থানীয় বিএনপি সমর্থকরা।  এছাড়া  গত ১৪ই অক্টোবর রাতে টিভি দেখে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক জয় সরকারের পিতা  আওয়ামী লীগ কর্মী হরলাল সরকার ।  এর পরের দিন ১৫  অক্টোবর সকালে নিজ বাড়ির পাশে ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার হয় পরিমল সরকারের ।

এ ঘটনার পর থেকে ভয়ে  ওই গ্রামটির একটি পাড়া থেকে  সাতটি হিন্দু পরিবার ভয়ে আতংকে বাড়িঘর ছেড়ে  উপজেলার অন্য ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন উপজেলায় গিয়ে আশ্রয় নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কয়েকটি সংখ্যালঘু পরিবার জানান, ওই গ্রামে থাকার মত আমাদের কোন পরিবেশ নেই।  তাই জীবনের নিরাপত্তার অভাবে বাড়িঘর ছেড়ে  ছেলে, মেয়ে, স্ত্রী সন্তান নিয়ে আমরা স্বপরিবারে চলে এসেছি।

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ