প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৩:০৩ পিএম
জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী সহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিসেস শারমিন আক্তার মুক্তাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।
সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সাথে মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোন প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা মহিলা দল সভানেত্রী মতিয়া মহফুজ জুয়েল বলেন, অনেক দিন ধরেই শারমিন মুক্তা মহিলা দলের কোন প্রোগ্রামে আসেনা। কি কারনে তিনি বহিষ্কার হয়েছেন তা জানিনা। কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে, তারাই কারন বলতে পারবেন। বহিষ্কারের একটা চিঠি পেয়েছি।