• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় জামায়াত

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১০:৪৯ পিএম

জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় জামায়াত

রাঙামাটি প্রতিনিধি

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাঙামাটিতে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে দলটির এ জেলা শাখা। দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটিতে বিশাল শোডাউন করেছেন তারা।

শনিবার সকাল সাড়ে ৯টায় থেকে রাঙামাটি পৌর শাখার কর্মী সম্মেলনে যোগ দিতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা হতে ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জমায়েত হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বনরুপা আল-আমিন মাদ্রাসা প্রাঙ্গণের সম্মেলনস্থল গিয়ে সমবেত হন।

দলটির রাঙামাটি পৌরসভা শাখার এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আমির মুহাম্মদ আবদুস সালাম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

এতে তার বক্তব্যে প্রধান অতিথি বলেন, জনগণ চায় বৈষম্যহীন এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ। তাই এ লক্ষ্য অর্জনে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। দেশের আগামী নেতৃত্বে আসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কারণ এ দেশের জনগণ এখন জামায়াতে ইসলামিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, এ দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা মুহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীসহ দেশরত্নদের বিনা দোষে ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা। আমরা তার অপশাসন ও দুঃশাসনের নিপীড়ন-নির্যাতনের কারণে গত ১৮ বছর কথা বলতে পারিনি। এখন সময় এসেছে কথা বলার। স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্ট হাসিনার কোনো ক্ষমা নেই।

এছাড়াও সম্মেলনে উপস্থিত প্রধান বক্তা সাবেক সংসদ-সদস্য এবং দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৮ বছর পরে আমরা নির্ভয়ে সমাবেশ করতে পেরে আল্লার দরবারে শোকরিয়া আদায় করছি। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২-৭৫ সালে ইসলামের ওপর সবচেয়ে বেশি আঘাত হয়েছিল। তখন জামায়াতেকে নিষিদ্ধ ঘোষণা করেন শেখ মুজিব। এরপর দীর্ঘ ১৮ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের ওপর আরও বেশি ভয়াবহ আঘাত হয়েছে। আওয়ামী লীগ সরকার গত ১৮টি বছর জঙ্গি, সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল। আজ জামায়াতে সারা দেশে পূর্ণশক্তি নিয়ে ওঠে এসেছে। এ দেশের মাটিতে জামায়াতকে কখনো দমিয়ে রাখা যাবে না।

সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মো. জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাঙামাটি জেলা আমির আবদুল আলীম, এলডিপি রাঙামাটি জেলা সভাপতি দিবাকর দেওয়ান, জামায়াতে ইসলামির জেলা শাখার সেক্রেটারি মো. মনছুরুল হকসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্কাইভ