• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৬:০৬ পিএম

পঞ্চগড়ে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীতে তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে নেমে আসলেও কুয়াশা বিহীন মুক্ত আঁকাশে সকাল সকাল উঁকি দিয়েছে সূর্য।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। তবে গত এক সপ্তাহ ধরে কুয়াশা লক্ষ করা যাচ্ছে জেলা জুড়ে।

এদিকে, হিমেল বাতাসের কারণে সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে। কষ্টে পড়ছেন পাথর, চা, রিকশা ভ্যানচালক ও কৃষি শ্রমিকরা। শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রিকশাভ্যানে উঠতে চায় না। এতে দৈনন্দিন আয় কমে গেছে এসব শ্রমজীবী মানুষের।

অন্যদিকে, হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস ও শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্খা রয়েছে। তবে আকাশ পরিষ্কার ও মেঘতুক্ত থাকায় কুয়াশা লক্ষ করা যাচ্ছে না বলে জানান তিনি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ