• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিতে ঢাকার রূপনগরে বিএনপির মিছিল সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৯:০৫ পিএম

মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিতে ঢাকার রূপনগরে বিএনপির মিছিল সমাবেশ

সিটি নিউজ ডেস্ক

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিতে রাজধানীর রূপনগর এলাকায় বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-বৃহত্তর ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি এবং রূপনগর থানা বিএনপির নেতা-খান মোরাদ হোসেন, বিএনপি নেতা রতন মিয়া, রূপনগর জনকল্যাণ সোসাইটির সভাপতি শাহ আলম মোল্যা, বিএনপি নেতা মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ জামাল, মোহাম্মদ বারেক, শামসু, ঢাকা মহানগর উত্তর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শমসের জিয়া, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মামুন রানাসহ অনেকে। এছাড়া রূপনগর থানা বিএনপি ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আর্কাইভ