• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন চাল আমদানি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৯:০২ পিএম

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন চাল আমদানি

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে সড়ক পথের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ বন্দরটি দিয়ে পাথরের পাশাপাশি এবার ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলের দিকে চালগুলো আমদানি করা হয়।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, মূলত পাথরের উপর নির্ভরশীল এই বন্দরটি। প্রতিদিন প্রচুর পরিমাণ পাথর আমদানি হয়। এর মাঝে আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকার অনুমোদন সাপেক্ষে এ বন্দর দিয়ে বিভিন্ন সামগ্রী আমদানি হয়ে থাকে। এরি প্রেক্ষিতে মঙ্গলবার স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে ৪টি পণ্যবাহী ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো সিএনএফ এ্যাজেন্ট পহর ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানি করে আমদানিকারক আল আমিন এন্টারপ্রাইজ।

আর্কাইভ