• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
উপদেষ্টা আসিফ মাহমুদ

তরুণদের আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৯:২৭ পিএম

তরুণদের আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে

জামালপুর প্রতিনিধি

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণরা যাতে আগামী বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে এবং নতুন বাংলাদেশ গড়তে কাজ করতে পারে- সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে।

সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও পুনঃনির্মিত পানাউল্লাহ আহমদ ছাত্রাবাস এবং অডিটোরিয়াম ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে আপনাদের সবার অংশগ্রহণ ছিল। এখন আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি- সেই স্বপ্ন দুই-তিন-পাঁচ বছরে বাস্তবায়ন সম্ভব  নয়। নতুন বাংলাদেশ গড়তে আপনাদের নিজেকে প্রস্তুত করতে হবে। ভালোভাবে পড়াশোনা করে নিজেদের আর্থিক উন্নয়ন ঘটিয়ে আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব নিতে হবে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইকবাল বিন মতিন, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

পরে কলেজ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থীরা।

আর্কাইভ