• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪৮ পিএম

না ফেরার দেশে চলে গেলেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।   
তিনি রাজধানী ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাত সাড়ে ১১ টায় মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাসনালীতে  সমস্যার কারনে তিনি দীর্ঘদিন  ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় সেখানে তার মৃত্যু হয়।

আজ  রবিবার জোহরবাদ ইন্দুরকানী
মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, জন প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ীরা  অংশ গ্রহন করেন। চাড়াখালী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী,উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ হোসেন ও সদস্য সচিব আলমগীর কবির মান্নু  সহ  বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সামাজিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।

এদিকে আব্দুল লতিফ হাওলাদারের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

আর্কাইভ