• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একাই ২৮ রাউন্ড গুলি ছোঁড়ে তৌহিদ, পেয়েছিল মাত্র ৫ হাজার টাকা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১১:৪১ পিএম

একাই ২৮ রাউন্ড গুলি ছোঁড়ে তৌহিদ, পেয়েছিল মাত্র ৫ হাজার টাকা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় জড়িত অস্ত্রধারী ও সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তৌহিদ নগরীর চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার সেকান্দরের ছেলে।

নগরীর চান্দগাঁও থানা পুলিশের একটি টিম শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কামালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলন চলাকালে নগরের চান্দগাঁও, বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গিয়েছিল তাকে। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তিনি ছাত্রদের ওপর ২৮ রাউন্ড গুলি করেছিলেন। এ কাজের জন্য স্থানীয় কাউন্সিলরের বন্ধু তাকে ৫ হাজার টাকা দিয়েছিল। 

শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-(সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রইছ উদ্দিন। 

সংবাদ সম্মেলনে ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রইছ উদ্দিন জানান, তৌহিদ একজন পেশাদার সন্ত্রাসী। সাতক্ষীরা থেকে  তৌহিদকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট নগরের চান্দগাঁয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তৌহিদ। ওই দিন সে একাই ২৮ রাউন্ড গুলি ছোঁড়ে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে অভিযান চলমান আছে। গ্রেফতার আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে- ‘তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে।’ যেগুলো উদ্ধারের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি। 

রইছ উদ্দিন জানান, তৌহিদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো রাজনৈতিক নেতাকর্মীর অনুসারী তা জানাতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই হত্যা মামলা। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তার কাছে থাকা অবৈধ অস্ত্র ও সহযোগীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। 

তৌহিদ জানায়, চান্দগাঁও এলাকার স্থানীয় কাউন্সিলরের বন্ধু মহিউদ্দিনের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলি বর্ষণ করেছিলাম। এ কাজের জন্য মহিউদ্দিন আমাকে ৫ হাজার টাকা দিয়েছিল। টাকার লোভে আমি ছাত্র-জনতার আন্দোলনে গুলি করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসি (গণমাধ্যম) কাজী তারেক আজিজ ও চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর্কাইভ