• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় নানা আয়োজনে ইয়েলো ল্যাম্প‍‍`র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:৩২ পিএম

পাবনায় নানা আয়োজনে ইয়েলো ল্যাম্প‍‍`র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্ল্যাকার্ড ও হলুদ ছাতা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় বের করা হয়। শনিবার (২৩ নভেম্বর) সকালে পাবনা শহরের আবদুল হামিদ সড়কে।

পাবনা প্রতিনিধি

‍`সচেতন জনতা নিরাপদ রাস্তা‍‍` এই শ্লোগানে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প‍‍`র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পাবনায়।

এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্ল্যাকার্ড ও হলুদ ছাতা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে দেশের ক্রান্তিকালে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা  স্মারক প্রদান করা হয়। শেষে ছিল পুরস্কার বিতরণ।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু তালেব, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মালেক, বিআরটিএ‍‍`র মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম, পাবনা পুলিশ ট্রাফিক ইউনিটের ট্রাফিক ইনচার্জ আব্দুল বারী।

ইয়েলো ল্যাম্পের সভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন।

ইয়েলো ল্যাম্পের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন বলেন, ‍‍`সংগঠনটির মুল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যাক্তিকে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও জনসচেতনতা তৈরীর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা।‍‍`

আর্কাইভ