• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমার ব্যাগ সবসময় গোছানো থাকে বললেন ইউএনও মুসা

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৮:৫৩ পিএম

আমার ব্যাগ সবসময় গোছানো  থাকে বললেন ইউএনও মুসা

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবনিমিয় অনুষ্ঠিত হয়। এসময় নতুন ইউএনও বলেন, ‍‍`আমি প্রথমে আমি আমার কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি ভুল করলে নিউজ করবেন যাতে আমি সতর্ক হই। আপনারা সঠিক তথ্য দিবেন। আমার জবাবদিহিতা নিশ্চিত করবেন। আমার ব্যাগ সবসময় গোছানো থাকে, চাকুরির মায়া করি না। রিজিকের মালিক একজন আছেন। তিনি আমার রিজিক যেখানে রেখেছেন সেখানে যাবো।‍‍` 

সভায় সাংবাদিকরা চাটমোহরের মাদক অবৈধ দখল অনলাইন জুয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে বিনোদন পার্ক সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড ও মানবিক বিষয়ে কাজ করা আহ্বান জানান। 

ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, আমি খুবই অভিভূত আপনাদের পরামর্শ পেয়ে। সরকারি চাকুরি করি, আমাদের কিছু বিধিমালা আছে সেগুলো নিশ্চিত করে কাজ করতে হয়। সরকারি চাকুরিজীবীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আপনাদোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন মেনে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।

তিনি বলেন, আমাদের সকল কার্যক্রম উপজেলা প্রশাসনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে তুলে ধরবো। আপনারা সঠিক তথ্য দিবেন। আপনারা আমার জবাবদিহিতা নিশিত করবেন। সততা নিষ্ঠার সাথে আইন মেনে কাজ করবো। কারো কাছে মাথানত করবো না। আমাকে সহযোগিতা করবেন। ইউএনও হিসেবে এটা আমার প্রথম স্টেশন। আপনারা প্রকাশ্যে আমার সমালোচনা করবেন। 

ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, এখন দেশে সংস্কার কাজ চলছে। সবার সহযোগিতায় সংস্কারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে। আমি যাতে গ্রহণযোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি আপনাদের কাছে সেই ভালবাসা, সহযোগিতা ও পরামর্শ চাই।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলাল হোসেন স্বপন, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, চ্যানেল ২৪ প্রতিনিধি শাহীন রহমান, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, আজকের পত্রিকার প্রতিনিধি তুষার ভট্টাচার্য ও জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম রনি প্রমুখ।

আর্কাইভ