• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল : নাসির উদ্দিন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০১:৫১ পিএম

ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল : নাসির উদ্দিন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ‘এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্ররাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না।’

তিনি জানান, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী, সেটাই দিতে এসেছেন তারা।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কলেজগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মতবিনিময় পর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের অনেক নেতাকর্মীরা নিহত হয়েছেন। সকল স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও ছাত্রদল নেতা ওয়াসিমের নাম তেমনভাবে আসছে না।’  

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পাঠ্যবইগুলোতে ওয়াসিমের কথাও তুলে ধরা প্রয়োজন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে একটি গাছের চারা রোপণ করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ