• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:০৩ পিএম

নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ নভেম্বর বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ রাখায় মেজবাহ উদ্দিনকে তিন হাজার, বাবুলাল সাহাকে এক হাজার, পরমানন্দ বিশ্বাসকে ৫০০ ও মুজাম খানকে ২০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ