প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:৩৪ এএম
উত্তরের কয়েকটি জেলায় শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এছাড়া কুড়িগ্রামে সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে রোববার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন ১৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এক সপ্তাহে এসব জেলার তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।
শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশায় ছেয়ে যায় এবং ভোররাত থেকে বৃষ্টি মতো ঝড়তে থাকে কুয়াশা।
এই কুয়াশা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে।