• ঢাকা মঙ্গলবার
    ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
অভিযোগের ভিত্তি নেই : মাসুদ

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৯:০৪ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির নবগঠিত  কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠনে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। 

সেই অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রাজিউল হাসান বাবুর সমর্থকরা। 

এর আগে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঝাড়ু নিয়ে মিছিলে অংশ নেন মহিলা দলের নেতাকর্মীরাও। মিছিল শেষে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম খান, পৌর বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন। 

সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার অনিয়ম দুর্নীতির মাধ্যমে এ কমিটি দিয়েছেন। নবগঠিত উপজেলা কমিটিকে অবৈধ পকেট কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহবান জানান। দাবি মানা না হলে হরতালসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে সমাবেশ থেকে হুশিয়ারি দেওয়া হয়। 

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, অনিয়ম দুর্নীতির অভিযোগের ভিত্তি নেই। আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে বড় পদ পাওয়ার আশা করা ঠিক নয়। যাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন বিএনপি করে আসছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে।

আর্কাইভ